গোলাপি গোলাপ ফুলের ছবি
আমার জানা মতে গোলাপ ফুল প্রায় সকলেরই পছন্দের ফুল। এর পছন্দের মূল কারন হচ্ছে এর সুন্দর্য ও গন্ধ। সুন্দর্য ও গন্ধ ছাড়াও গোলাপের রয়েছে বহু গুন। যেমন, গোলাপ থেকে তৈরি করা হয় আতর, খাদ্য, পানীয়, ঔষধ ইত্যাদি যার রয়েছে বড় ধরনের বাণিজ্যিক মূল্য। অতএব বলাই যায় গোলাপ সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যে অন্যতম একটি দামি সৃষ্টি। আজকের ছবি গ্যালারিতে আপনাদের জন্যে নিয়ে এসেছি গোলাপি গোলাপ ফুলের কিছু পিক বা ছবি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ছবি বা ফটো গ্যালারীঃ-




উৎস ও ব্যবহারঃ-
এই ছবি বা ফটো গ্যালারীর সকল পিকচার ও তথ্য ইন্টারনেট ও নিজস্ব মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। এই গ্যালারীর সকল ছবি বা পিক সবার জন্যে উন্মুক্ত। যে কেউ চাইলে এই ফটো গ্যালারী থেকে পিকচার ডাউনলোড করে ভালো কাজে ব্যবহার করতে পারবেন।